সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় সংগ্রাম,গৌরব ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে দিবসটি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে (পাকেরহাটস্থ) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ,দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ ‘র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভায়
এসময় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা যুবলীগ,ছাত্রলীগসহ আওয়ামী লীগের সকল অংগসংঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।