বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : শারদীয়া দুর্গাপূজার সবচেয়ে জাকজমকপূর্ন দিন মহা অষ্টমী। এদিনের অন্যতম আকর্ষণ কুমারীপূজা। দেবীর সন্ধ্যাপূজা আর বিভিন্ন দূর্গামন্দিরে কুমারি পূজার মধ্য দিয়ে সনাতম ধর্মবলম্বীরা দিনট পালন করছেন।
হিন্দুশাস্ত্র মতে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পুজিত। অষ্টমীতে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই বোয়ালমারী-আলফাডাঙ্গার ভক্ত-পূজারিদের বিকেল থেকেই মণ্ডপগুলোতে সমবেত হতে দেখা গেছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সহসভাপতি সুভাষ সাহার বাড়িতে দুর্গাপূজার তৃতীয় দিন অষ্টমীতে দুঃস্থ নারী-পুরুষদের মাঝে বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান। এ সময় বক্তব্যকালে আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশবাসীকে আহবান করেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন সুন্দর ভাবে দূর্গা উৎসব পালন করতে পারেন। সেই হিসেবে দেশবাসীসহ সকল পর্যায়ের প্রশাসন সনাতন ধর্মাবলম্বীদের সর্বত্মক সহযোগিতা করছেন।
মহান স্বাধীনতার অঙীকার ছিলো বাংলাদেশকে একটা অসাম্প্রায়িক দেশ হিসেবে গঠন করা। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। সকল সম্প্রদায়ের দেশই বাংলাদেশ। অষ্টমীতে সুবাস সাহার বাড়িতে ৩০টি হুইল চেয়ার, প্রায় তিন হাজার মানুষের মাঝে শাড়ী, লঙ্গী, ধুতি ও পাঞ্জাবি বিতরণ করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন, হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন, কেন্দ্রীয় হিন্দু মহাজোটের সহসভাপতি সুভাষ সাহা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, সাতৈর ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, বোয়ালমারী উপজেলা ছাত্ররলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল প্রমুখ। এর আগে বিকেলে আব্দুর রহমান ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি যশোদা দেবনাথ জীবনের বাড়িতে দূর্গাপূজা পরিদর্শন করেন।
প্রসঙ্গত, বোয়ালমারী উপজেলায় ১২৫ ও আলফাডাঙ্গায় ৪৯টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।