বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আগামি ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় মো. ইমরান হোসেন নবাব মিয়াকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও ফরিদপুর শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক পদ থেকে গত২১ ডিসেম্বর অব্যাহতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের স্বাক্ষরিত পত্রে জানা যায়, আগামি ২৬ ডিসেম্বর ঘোষপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ’লীগ দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ বলেন, আগামি ২৬ ডিসেম্বর নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করায় ইমরান হোসেন নবাব মিয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।