সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা বাদে দেশের বাকি ১১টি মহানগরে আজ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করছেন।
বিএনপি নেতারা জানান, এ কর্মসূচি উপলক্ষে কেন্দ্র থেকে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।
এলাকায় এলাকায় ছুটছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা যাচ্ছেন বিভাগীয় শহরগুলোতে। নেতাকর্মীকে সংগঠিত করার পাশাপাশি চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন তারা। এর ফলে এবারের কর্মসূচি আরও বেশি সফল হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।