আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাতজন এমপি গেলে জাতীয় সংসদ অচল হয়ে যাবে- এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং সাত এমপির পদত্যাগের মাশুল দিতে হবে বিএনপিকে। এ ভুলের জন্য অনুতাপও তাদেরই করতে হবে।

গতকাল শনিবার সাভারে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের ‘ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে এ জনসভার আয়োজন করে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, আজ ১০ তারিখের পর নাকি দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে! তারেক রহমান ফিরে আসবেন বাংলাদেশে। কিন্তু দেখতে দেখতে ১৫ বছর চলে গেলে। তারেক ফিরে আসবেন কোন বছর?

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই দেশ চলবে। আগামী নির্বাচনেও শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে। মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।

রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ঢাকার উপকণ্ঠ সাভারের এই জনসভার মধ্য দিয়ে আরেকটি বিশাল শোডাউন করেছে আওয়ামী লীগ। ঢাকা-আরিচা মহাসড়কের পাশের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই জনসভায় সাভার, ধামরাই, আশুলিয়াসহ ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় যোগ দেন। দুপুর ২টায় জনসভা শুরু হলেও সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন। এ সময় বিএনপি-জামায়াতবিরোধী স্লোগানসহ বাদ্যবাজনার তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন তাঁরা। দুপুর নাগাদ নেতাকর্মীর ভিড় জনসভার মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় ছড়িয়ে পড়ে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদ প্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

বিএনপি শাসনামলের চিত্র তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়ার সময় হাওয়া ভবন তৈরি করে লুটপাট করা হয়েছে। যেই বাংলাদেশে তারা হাওয়া ভবন তৈরি করেছিল, সেই বাংলাদেশ আর এ দেশের মানুষ চায় না।

জনসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির আদর্শই হচ্ছে ধর্মকে ব্যবহার করে বাংলাদেশকে লুট করা। পাকিস্তানের লেজুড়বৃত্তি করা। জিয়াউর রহমানের এই আদর্শকে বাস্তবায়ন করতে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাস চলেছে। বাংলাদেশে হিন্দু ও উপজাতিদের মারা হয়েছে। গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। আমরা বাংলাদেশকে একটি স্বর্গ, একটি বেহেশত বানাচ্ছি। অথচ ২০ বছর আগেও এদেশে কুঁড়েঘর আর মঙ্গা ছিল।