স্থান নিয়ে বিকল্প প্রস্তাবে সরকার সাড়া না দিলে নয়াপল্টনেই সমাবেশ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।
মির্জা আব্বাস বলেন, সরকার কেমন জানি আতংকিত অবস্থায় আছে। বিএনপি নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারছে না পুলিশের কারণে আর আওয়ামী লীগ ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে। এটাই বিএনপির স্বার্থকতা।
শত বাধা পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশ সফল করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বিএনপি সমাবেশ করলে বিশৃঙ্খলার কথা বলে আর ছাত্রলীগ সমাবেশ করলে পুলিশ রাস্তা বন্ধ করে সুযোগ করে দেয়। বিএনপির বেলায় এক রকম, আওয়ামী লীগের ক্ষেত্রে আরেক রকম।
১০ ডিসেম্বর সমাবেশ শান্তিপূর্ণ। এটা ভীতিকর সমাবেশ নয়। বাধা দিলে কোনো পরিস্থিতি তৈরি হলে দায় সরকারের নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।