লাতিফুল আজম, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধগতিসহ ভোলার ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, যুগ্ন আহ্বায়ক এসএম ওবায়দুর রহমান, সদস্য সচিব শাহীন আকতার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাসুদ রানা পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম তাজুল ইসলাম ডালিম, যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম দুলু, ছাত্রদলের আহ্বায়ক ইবনে সাঈদ সুজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হাবিবুল হক।
সভায় প্রধান অতিথি বলেন, দেশে আজ দুর্ভিক্ষ শুরু হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সকল পন্য সাধারণ মানুষের নাগালে বাহিরে চলে গেছে।
এ সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তাই বিএনপি কে রাজপথে থেকে এ মধ্যরাতের সরকার কে উৎখাত করতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।