হাতে হাতকড়া আর পায়ে ডান্ডাবেরি নিয়ে মায়ের জানাজায় হাজির হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ বাড়িতে জানাজায় উপস্থিত হন তিনি।
জানা যায়, সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলার বোয়ালী ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আলী আজমের মা মারা যান।
মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে শেষ বার মাকে দেখতে ও জানাজা পড়তে মঙ্গলবারে সকালে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া ও ডান্ডাবেরি শরীরে জড়িয়েই ছুটে আসেন নিজ বাড়িতে। পরে মায়ের জানাজা পড়ালেন নিজেই।
জানাজা চলাকালেও তার হাতে থাকা হাতকড়া ও পায়ে ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি বলে জানান স্থানীয় লোকজন ও উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জানাজায় উপস্থিত লোকজন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, মায়ের মৃত্যুর খবরে আলী আজমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় জানাজার সময়ও তার হাতকড়া ও ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।