খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমদ চৌধুরী।

 

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের উপর ঘটে যাওয়া হামলা-মামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।