খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমদ চৌধুরী।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের উপর ঘটে যাওয়া হামলা-মামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।