নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ রোজ মঙ্গলবার বিকেলে উপজেলার নগরপাড়া এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকট মাহফুজ রহমান হুমায়ুন, বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলজার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আশরাফুল হক রিপন,নুর হাসান বাবুল,ওহেদুনবী খাঁন কুসুম, আফজাল হোসেন আজাদ,খোরশেদ আলম নুর সহ দলীয় নেতাকর্মী বৃন্দুরা এসয়ম উপস্থিত ছিলেন।
পরে সেলিম আহমেদ কে সভাপতি ও এ্যাডভোকেট গোলজার হোসেন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক করে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।