নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ গ্রহণ করেছে নবগঠিত রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাছান ভূঁইয়া এবং সদস্য সচিব মাসুম বিল্লাহ এর নেতৃত্বে ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী সমাবেশে যোগ দেন।রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাছান ভূঁইয়া অভিযোগ করে বলেন সমাবেশে যোগ দিতে আসা ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে সমাবেশে যোদ দিতে বাধা সৃষ্টি করা হয়েছে তবে ছাত্রদলের নেতাকর্মীরা সকল বাধা অতিক্রম করে বিক্ষোভ সমাবেশ সফল করতে সমাবেশে অংশ গ্রহণ করেছে।

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ জানায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাছান ও সদস্য আব্দুল বাক্কি আল আবির এর নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে আসার পথে ৪/৫ জন নের্তাকর্মীকে ডেমরা ব্রিজ এলাকা থেকে আটক করে ডেমরা থানা পুলিশ। তিনি আরো জানায় আটককৃত নেতাকর্মীদের ছাড়ানো চেষ্টা করা হচ্ছে।