বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দিন্দা জানানো হয়।

বাম জোট নেতারা বলেছেন, বাম জোটসহ বিরোধী রাজনৈতিক দল সংগঠনের সভা-সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ হামলা করছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও দমন-পীড়ন বন্ধ করে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার অনুসারে সভা-সমাবেশ ও মতপ্রকাশের অবাধ অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

বাম জোট বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে স্বৈরাচারী, ফ্যাসিস্টব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতা স্থায়ী করতে পারেনি। এই সরকারও পারবে না। হামলা-মামলা, দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।