সৈয়দ মাহমুদ শাওন ( রাজশাহী) : বিএনপি ও জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী তানোর উপজেলা আওয়ামী লীগ সহ সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে সারাদেশের ন্যায় (৩০ জুলাই) রবিবার বিকেলে তানোর থানার মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করা হয়েছে।

গোল্লাপাড়া দলীয় পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ের সামনে অস্থায়ী মঞ্চের এসে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রতিবাদী বক্তব্য রাখেন,তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার।

তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,তানোর উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন প্রমুখ।