টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দ্বিতীয়বার টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ( ৭জানুয়ারি ) বিকালে সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৮ (বাসাইল -সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
অনুষ্ঠান উদ্বোধন করেন, সখিপুর পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন,টাঙ্গাইল সভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সা’দত কলেজের সাবেক অধ্যক প্রফেসর আলীম মাহমুদ, সখিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার,হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ,বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা,বহেয়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,স্বাগতম বক্তব্য রাখেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।