দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন সময় বহিষ্কার করা জাতীয় পার্টির (জাপা) নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যেসব নেতা সংগঠন থেকে বহিষ্কার হয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন, কুমিল্লার লুৎফর রেজা খোকন, আলমগীর কবির মজুমদার, যশোরের মুফতি নুরুল আমিন, সিরাজগঞ্জের মোক্তার হোসেন, হিলটন প্রামাণিক ও আবদুল জলিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।