আসন্ন জাতীয় সাংসদ নির্বাচন উপলক্ষে বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন রাজশাহীর (বাগমারা-৪) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাহেরপুর পৌর সভার তিন বারের সফল মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

১৯ শে ফেব্রয়ারি রবিবার বাদ মাগরিব দেউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রাক্টার ডাইভার এর সভাপতি পারভেজ হোসেনের এর আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় ও বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাগমারা-৪) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দনাথ সরকার, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবু জাফর মাষ্টার, বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক ও তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ এ.এস.এম জিয়াউদ্দিন টিপু, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম মামুনুর রশীদ, ভবানীগঞ্জ পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,বাগমারা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোরবান খাঁ সহ ভবানীগঞ্জ পৌরসভা, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, আগামী জাতীয় সাংসদ নির্বাচনে বাগমারা আসনের নতুন নেতৃত্ব দরকার।বাগমারা উপজেলা আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে হলে নতুন নেতৃত্বের বিশেষ প্রয়োজন।তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ কে আগামী জাতীয় নির্বাচনে (বাগমারা-৪) আসনের সাংসদ হিসেবে দেখতে চাই।আগত বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বাগমারা আসনের নতুন নেতৃত্বের জন্য জোর দাবি করেন।

গণসংযোগকালে মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ মাগরিব নামাজ শেষ করে ভবানীগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদের উন্নতিকল্পে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।