জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা এবং সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সড়ক-মহাসড়ক যেন মরণফাঁদ। পথে বের হলেই আর জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন দুর্ঘটনায় অসংখ্য জীবন যাচ্ছে। মনে হচ্ছে, সড়কের নিরাপত্তা নিশ্চিতে কারও দায়িত্ব নেই।
আরোও পড়ুন: বাবার সঙ্গে জমিতে কাজ করা মারুফা আজ বিশ্বকাপের মঞ্চে
তিনি বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যু হবে, এটাই যেন স্বাভাবিক ব্যাপার। আজও রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।
সোমবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, গেলো আগস্ট মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ গেছে। মোট দুর্ঘটনার ৩৯ দশমিক ৯৫ শতাংশই মোটরসাইকেলে ঘটেছে। এমন তথ্যে সমাজের অভিভাবকমহলের মাঝে শঙ্কা সৃষ্টি হয় কিন্তু টনক নড়ে না সংশ্লিষ্টদের।
আরোও পড়ুন: ছুরি হামলার ঘটনা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক: জাস্টিন ট্রুডো
নবাবগঞ্জে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরিবহন সংশ্লিষ্টদের ভাগ্য ফেরে কিন্তু অনিরাপদ থেকে যায় সাধারণ মানুষের জীবন। পরিবহন সেক্টর নিরাপদ করতে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে সৃষ্টি হয় ভয়াবহ অনিশ্চয়তা। প্রতি বছর হাজার হাজার মানুষ সড়কে পঙ্গু হয়ে অসহায় জীবনযাপন করে। সড়ক-মহাসড়ক নিরাপদ করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।