নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে দাম কমাও, জান বাঁচাও এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা চত্বরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়ার সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সংশ্লিষ্টরা। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।