জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী-দুর্নীতিবাজ চক্র ধ্বংস এবং বৈষম্য নিরসনে সমাজতন্ত্র ও সুশাসনের সংগ্রমই জাতীয় কর্তব্য। সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই।

শনিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, সমাজে সব ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে। সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক গড়ে তোলা, সব শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় বখাটেদের উৎপাত বন্ধ করা, শ্রমিক-গরিব-চাষি-নারী-আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রধিকার দিতে হবে।

তিনি সব ক্ষেত্রে নারীর সমানাধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা চালু করা, গ্রাম-শহরের গরিব মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, বেকার যুবকদের কাজ দেওয়া অন্যথায় বেকার ভাতা দেওয়ার দাবিতে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান।