‘জয় বাংলা, জয় জনতা’ প্রতিপাদ্য নিয়ে ‘বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টি’ নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আত্মপ্রকাশের ঘোষণা করেন সমন্বয়ক পলাশ কান্তি দে।

দলটির সভাপতি পদে আছেন শ্যামল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উত্তম কুমার চক্রবর্তী।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন সাবেক সাংসদ উষাতন তালুকদার। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, অর্থনীতি স্বাধীন নয়।

বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাঙ্গালি। এই ঐতিহাসিক জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের নতুন পথচলা। আমরা আশা করি, বাংলাদেশের গণতন্ত্র, প্রগতিমনা এবং অসাম্প্রদায়িকভাবে এগিয়ে নিতে পারব। নতুন এই দল আত্মপ্রকাশের পর ১১ দফা ইশতেহার ঘোষণা করেন দলের সমন্বয়ক পলাশ কান্তি দে।