নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার সুফল যাতে দেশের মানুষ পায়, সেজন্য জনপ্রতিনিধিদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
.

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মেজাউল করিম ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে মেয়রকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে তিনি জানান, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ১০০ বছরের পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। এ পরিকল্পনাকে এগিয়ে নিতে কাজ করতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের। জনগণের আস্থা অর্জনে সবসময় মানুষের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে সবার সঙ্গে সমন্বয় করেই নাগরিক সেবা নিশ্চিত করার আশ্বাস দেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত সাবেক মেয়র আ জ ম নাসির নগর উন্নয়নে নতুন মেয়রকে সহযোগিতার আশ্বাস দেন।

কাউন্সিলরদেরকে শপথ পাঠ করা স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।