রংপুরের পীরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বাবা, ছেলেসহ চারজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন- হাফিজুর রহমান সেলিম (চশমা), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া (আনারস) এবং জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি (মোটরসাইকেল)।
ওই তিনজনসহ বিদ্রোহী প্রার্থী হাফিজুর রহমান সেলিমের বাবা সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বিএসসিকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় মনোনয়ন না পেয়ে বড় আলমপুর ইউনিয়নের তিনজন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ কারণে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার রাতে নৌকা প্রতীকের পথসভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম চারজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ও মিঠিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাতজন নেতা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের আবেদন করলেও আবেদনকারীদের মধ্যে মোদাব্বেরুল ইসলাম সাজুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।