হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা (কালী) ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে এবার রবিবার রাতে অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
হিন্দু পূরাণ মতে কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার কালথ শব্দ থেকে কালি নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মহাত্ম। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা (কালী) রবিবার রাতে অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
কালী পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে, মন্দিরে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে। এছাড়াও স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী।
ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু জানান লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে শ্মশানে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়।
মন্দিরের সাজসজ্জা সম্পূর্ণ হয়েছে প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে, কালী পূজার আয়োজন করেছি।
এদিকে মন্দিরের সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে বলছেন শারদীয়া শেষে ফিরে গেছেন উমা উৎসবে মেতেছে শহর ঘরে এসেছে শ্যামা, তাই আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় শ্মশান কালী মায়ের পূজার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি।
এবার মায়ের বাৎসরিক অমাবস্যা পূজা রাত ১২ টা এক মিনিটে শুরু, ভক্তদের নিয়ে পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে রাত ২ টায়, বলিদান অনুষ্ঠিত হবে ২ টা ৩০ মিনিটে।
এরপর সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।