আল্লাহ ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না

ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, নিশ্চয়ই আমি তার শ্রম নষ্ট করি না, যে উত্তমরূপে কাজ করে। ’ (আয়াত : ৩০)

সাফল্যের পর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো

ইরশাদ হয়েছে, ‘তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন (তার উচ্চ ফলন দেখে) কেন বললে না, আল্লাহ যা চান তা-ই হয়। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। …’ (আয়াত : ৩৯)

অহংকার বিপর্যয় ডেকে আনে

ইরশাদ হয়েছে, ‘তার ফল-সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হলো এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য আক্ষেপ করতে লাগল—যখন তা মাচাসহ ধসে পড়ল।

সে বলতে লাগল, হায়! যদি আমি আমার প্রতিপালকের সঙ্গে কাউকে শরিক না করতাম। ’ (আয়াত : ৪২)

সম্পদ ও সন্তান জীবনের শোভা

ইরশাদ হয়েছে, ‘সম্পদ ও সন্তান-সন্ততি পার্থিব জীবনের শোভা। স্থায়ী ভালো কাজ তোমার প্রতিপালকের কাছে পুরস্কারপ্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবেও উত্তম। ’

(আয়াত : ৪৬)

 

কিয়ামতের দিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে

ইরশাদ হয়েছে, ‘…সেদিন তাদের সবাইকে আমি একত্র করব এবং তাদের কাউকে রেহাই দেব না। ’ (আয়াত : ৪৭)