টাঙ্গাইলের মির্জাপুরে সুজন সরকার নামের এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. আবদুল্লাহ্।
 
শুক্রবার (১৪ মে) সকালে ঈদ-উল-ফিতরের নামাজের পূর্বে মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাকে কালেমা পাঠ করান মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ড. সালাহ্ উদ্দীন আশরাফী।
 
আবদুল্লাহ্ এই প্রতিবেদককে জানান, আমি গত ছয় মাস পূর্বে থেকেই নামাজ কায়েম করি এবং এই রমজানে মোট ২৪টি রোজা রেখেছি। সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
 
উল্লেখ্য, টাঙ্গাইল কোর্ট থেকে গত ০৫ মে এফিডেভিট মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। সে তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
 
 
তাই ছেলেটির ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে সমাজের বিত্তশালী থেকে শুরু করে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন আহমেদ।