আসন্ন মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ সূচি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ৩০ রমজান পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ৩ মে। এতে ছুটি থাকবে ৬ দিন। এরপর একদিন ছুটি নিলেই টানা ৯দিন ছুটি কাটানো যাবে।
সাধারণত ঈদে সরকারি ছুটি থাকে তিন দিন। ২৯ রমজান হলে ঈদ হবে ২ মে আর ৩০ রমজান পূর্ণ হলে হবে ৩ মে। ৩ মে ঈদ উদযাপিত হলে ঈদের ছুটি ২-৪ মে। তার আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১ মে সরকারি (মে দিবস) ছুটি। এ হিসেবে ঈদের ছুটি হবে ৬ দিন। ঈদের পর ৫ মে বৃহস্পতিবার ১ দিন ছুটি নিলেই পরের ২ দিন সাপ্তাহিক ছুটি মিলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
আর ৩০ রমজান পূর্ণ না হলে ঈদ হবে ২ মে। তখন ঈদের ছুটি ১-৩ মে আর সাপ্তাহিক ছুটি ২৯ ও ৩০ এপ্রিল। সব মিলে তখন ঈদের ছুটি ৫ দিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।