পার্থিব জীবনে পরকালকে ভুলো না

ইরশাদ হয়েছে, ‘…জাগতিক জীবন যাদের প্রতারিত করেছিল, আমি তাদের ভুলে যাব, যেমন তারা তাদের এই দিনের সাক্ষােক ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করেছিল। ’

(আয়াত : ৫১)

 

বিনীতভাবে আল্লাহর প্রার্থনা করো

ইরশাদ হয়েছে, ‘তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের প্রতিপালকের প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ’ (আয়াত : ৫৫)

বিশৃঙ্খলা কোরো না

ইরশাদ হয়েছে, ‘পৃথিবীতে শান্তি স্থাপনের পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না।

এবং তাঁকে (আল্লাহ) ডাকো ভয় ও আশা নিয়ে। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। ’
(আয়াত : ৫৬)

আল্লাহভীতি কল্যাণের উৎস

ইরশাদ হয়েছে, ‘যদি যেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের জন্য আসমান ও জমিনের কল্যাণসমূহ উন্মুক্ত করে দিতাম। …’ (আয়াত : ৯৬)

 

ক্ষতিগ্রস্ত সম্প্রদায় আল্লাহকে ভয় করে না

ইরশাদ হয়েছে, ‘তারা কি আল্লাহর কৌশলকে ভয় করে না? প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর শাস্তি থেকে নিজেদের নিরাপদ মনে করে না। ’ (আয়াত : ৯৯)

কলমকথা/রোজ