সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে মুখে কালো কাপড় বেঁধে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দিরে পূজার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় (৪ নভেম্বর) জেলা শহরের টিকাপাড়া এলাকায় কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতা মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসবে সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সিং’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঠাকুরগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, শ্মশান মন্দিরের সাধারণ সম্পাদক সুমন ঘোষ সহঅন্যানরা।
অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ছয়টা থেকে ছয়টা ১৫ মিনিট পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে নীরবতা পালন করা হয়। এর পর সারাদেশে হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রচলন করা হয়।
এবিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ জানান, প্রতিবারের ন্যায় এবারও বাৎসরিক আমাবস্য পূজা উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, মায়ের ভক্তদের নিয়ে পুষ্পাঞ্জলী অনুষ্ঠিত হবে রাত দুটায় আর শ্যামা মায়ের পূজা উপলক্ষে বলিদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত ২ টা ৩০ মিনিটে এবং সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে পূজার আনুষ্ঠানিকতা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।