গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম মন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠক। উক্ত বৈঠকে হিন্দু মহাজোটের পক্ষ থেকে ধর্ম মন্ত্রনালয়ের বাজেট বৈষম্য নিরসন, প্রতিটি জেলায় সরকারী অর্থায়নে মডেল মন্দির নির্মান করা, আর্থিকভাবে অস্বচ্ছল ও জরাজীর্ণ মন্দিরগুলোতে সরকারী অর্থায়নে সংস্কার করা , হিন্দু গরীব পরিবারগুলোকে সরকারি সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন জানান বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিটি ব্যাপারেই মন্ত্রীমহোদয় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং আলোচ্য প্রতিটি ব্যাপারে হিন্দু মহাজোটের সঙ্গে ভবিষ্যতে আরো বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। উক্ত বৈঠকে হিন্দু মহাজোটের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, মুখপাত্র ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব অখিল মন্ডল, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক রাজেশ নাহা, হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্য।