সনাতন ধর্ম তে পোশাকের শালীনতা বিষয়ক নিয়ে নানা জনের নানা প্রশ্ন আছে।অনেকে করেও।তাদের জানার জন্য
সনাতন ধর্মের পবিত্র সংবিধান বেদের আলোকে তা উপস্থাপন করছি…

শালীনতা আসলে শুধু পোশাকে সীমাবদ্ধ নয়।চিন্তায়,আচরনে, সর্বক্ষেত্রে বিনম্রতা বজায় রাখা ই শালীনতা।
আর পোশাকর শালীনতায় কেন শুধু নারীদের প্রতি ই উপদেশ দেয়া হবে?
পোশাকের শালীনতা বজায় রাখার দায়িত্ব পুরুষ ও নারী উভয়ের ই।
পবিত্র বেদ মানবতার ও যৌক্তিকতার প্রতিমূর্তি। এটি কোন নির্দিষ্ট অযৌক্তিক নিয়ম কানুন,পোশাক -পরিচ্ছদ নরকের আগুনের ভয় দেখিয়ে মানুষের ওপর চাপিয়ে দেয় না

**অধঃ পশ্যস্ব মোপরি সন্তরাং পাদকৌ হর।
মা তে কশপ্লকৌ দৃষান্তস্ত্রী হি ব্রহ্মা বভুবিথ।।
ঋগ্বেদ ৮.৩৩.১৯
অনুবাদ: হে পুরুষ ও নারী তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনত। তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোষাকে আবৃত,নগ্নতা হোক পরিত্যাজ্য।

অশ্লীল কথা না বলা, শোনা বা দেখা নিয়ে পবিত্র বেদ এর উপদেশ

**ওঁ ভদ্রং কর্ণেভি শৃনুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষ ভির্যজত্রাঃ।
স্থিরৈরঙ্গৈস্তুস্টুবাংসস্তনুভির্ব্যশেম দেবহিতং যদায়ু।।
ঋগ্বেদ ১.৮৯.৮
অর্থ্যাৎ হে ঈশ্বর, আমরা যেন তোমার ভজন করি, কান দিয়ে শ্লীল ও মঙ্গলময় কথাবার্তা শুনি, চোখ দিয়ে শ্লীল ও মঙ্গলময় দৃশ্য দেখি। তোমার আরাধনাতে যে আয়ুস্কাল ও সুদৃঢ় দেহ প্রয়োজন তা যেন আমরা প্রাপ্ত হই।

শালীনতা শুধু পোশাকের আলোচনায় সীমাবদ্ধ না থাক,শালীনতা হোক বাক্যে, কর্মে, চিন্তায়।