সোমবার (৩ রা ডিসেম্বার ২০২২) তারিখে খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের উওর দেয়াড়া যুব কমিটির উদ্যোগে বাদ আছর ৫ ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ০৬ (পাইকগাছা—কয়রার) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মোঃ আকতারুজ্জামান বাবু ৷

 

প্রধান বক্তা হিসাবে মূল্যবান বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ,মুফাসসিরে কুরআন ,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ,সু—মধুর কন্ঠস্বর মুফতি হাসিবুর রহমান মাদানী (মুহাদ্দিস ,জামেয়া ফারুকিয়া দারুল আরকাম মাদ্রাসা ,খুলনা)৷বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কমপ্লেক্ম জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওঃমোঃ তাওহিদুর রহমান রহমান৷বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপেজলা আ”লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সরকরী বি,এল কলেজ ,খুলনা এর রাষ্টবিজ্ঞান বিভাগ এর সহকরী অধ্যাপক মোঃ হারুন—অর—রশিদ ,১ নং হরিঢালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ জাফর সিদ্দিকী রাজু,ইউ,পি সদস্য মোঃ শহিদুল ইসলাম কাগজী ,বিশিষ্ঠ ব্যাবযায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম,পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ (বাচ্চু) প্রমুখ৷