সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। প্রকাশিত হয়েছে বিপুল চন্দ্র রায় এর সম্পাদনায় মাসিক সনাতন বাতায়ন ধর্মীয় সাহিত্য পত্রিকা যোগৗশ্বর ২য় সংখ্যা-২০২৩।
রাজারহাট -কুড়িগ্রাম ,বাংলাদেশ থেকে প্রকাশিত। আজকের তরুণ তরুণীরা আগামির হিন্দু সমাজের প্রাণশক্তি।তাই তারুণ্যের অগ্রযাত্রায় চিরন্তন সত্যের পথে সনাতন ধর্ম সমাজ ও দেশ কে দেখা ও জানার জন্য সনাতন বাতায়ন আয়োজন করছে ,ব্যতিক্রম ধর্মী এক আয়োজন।এই সংখ্যা একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।
বিশিষ্ট কবি ও বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা গীতিকবি,কবি-লেখকদের কবিতায় যোগৗশ্বর ২য় সংখ্যা নতুনরূপ দান করেছে। কবিদের লেখায় প্রকাশিত হয়েছে কবিতার ছন্দে ছন্দে কবিতা,মহাদেব নটরাজ শিব বাবাকে নিয়ে লেখা কবিতা প্রবন্ধ যা পড়লে সত্যি হৃদয় ছুঁয়ে যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।