শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি : ২০২১সাল সারা বাংলাদেশে একত্রিশ হাজার নয়শত বত্রিশটি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

পাইকগাছা উপজেলায় ১৪৯টি পূজা মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা এমনটি জানালেন পাইকগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সমীকরণ কুমার সাধু ও পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস।এর মধ্যে পাইকগাছা পৌরসভায় ছয়টি,এক নম্বর হরিঢালী ইউনিয়নে উনিশ টি, দুই নম্বর কপিলমুনি ইউনিয়নে আঠারো টি,তিন নম্বর লতা ইউনিয়নে দশটি,চার নাম্বার দেলুটি ইউনিয়নে তেরো টি, পাঁচ নম্বর সোলাদানা ইউনিয়নে চৌদ্দ টি, ছয় নম্বর লস্কর ইউনিয়নে সতেরো টি, সাত নম্বর গদাইপুর ইউনিয়নে পাঁচটি, আট নম্বর রাড়ুলী ইউনিয়নে একুশ টি, নয় নম্বর চাঁদখালী ইউনিয়নে তেরো টি, দশ নম্বর গড়ইখালী ইউনিয়নে তেরো টি সর্বমোট ১৪৯পূজামণ্ডপে পাইকগাছা উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত বলে জানিয়েছেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ।