শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে ২২ শে নভেম্বর রোজ মঙ্গলবার সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ,শ্রীমদ্ভগবত পাঠ ২৪ প্রহর ব্যাপী মহানাম ও অষ্ঠকালীন লীলা কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
আমি হতে আমার নাম বড় ,আমার নাম হতে আমার ভক্ত বড়।রমেন বিশ্বাসের অষ্ঠকালীন লীলা কীর্তনের তত্ত্বালোচনায় সন্ধ্যায় দূর দূরান্ত থেকে ছুটে আশা ভক্ত অনুরাগীরা। এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়। এ কে অপরের সাথে জড়িয়ে ধরে ধুলায় গড়াগড়ি দেন।
এ সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খন্দকার সাইফুর রহমান শাহীন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রনিচ খাঁন মুন্না, শিক্ষা.আইনজিবী প্রদীপ বিশ্বাস, গীতা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠিতা রতন কুমার বাড়ই, মেম্বার রিপল ফকির, মেম্বার মোঃ মাহফুজ শেখ, শিক্ষাক বিপুল কুমার দাস, পংকজ বিশ্বাস,জয়ান্ত বিশ্বাস ,সনজিৎ ভৌমিক,দীপক ভদ্র, সুভাষ পাল, বাবুল গুহ, রতন বসু, শংকর বসু, ঝন্টু বসু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।