সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পালিত হলো মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত।

নগরীসহ পুরো সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় শুক্রবার সন্ধ্যা নামার পর থেকেই নফল নামাজ আদায়, কুরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেছেন।

এশার ও ফজরের নামাজের পরে প্রতি মসজিদে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার মসজিদ এবং নগরীর বড় বড় মসজিদসহ সকল মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। এছাড়াও শহরতলীর হযরত শাহ হাবিবুর রহমান খোরাশানী (রহ.) মাজারসহ প্রতিটি গ্রামপাড়ার মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।

সৌভাগ্যের এ রজনীতে সিলেটের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল ছিলেন।

এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ নফল রোজাও পালন করেছেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলে ইবাদত-বন্দেগি। এছাড়াও মরহুম মা-বাবা এবং স্বজন-প্রিয়জনদের কবর জিয়ারত করেন মুসল্লিরা।