মুমিনরা যেসব কারণে আফসোস করবে- নেতৃত্বের কারণে আফসোস : যারা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লোভ করে। এবং দায়িত্ব আসার পর যথাযথ দায়িত্ব আদায় না করে। আল্লাহ ও তাঁর রাসুলের (স) জিকিরবিহীন মজলিসের আফসোস (তিরমিজি, হাদিস: ৩৩৮০)। কাফিররা যেসব কারণে আফসোস করবে- যারা অসৎ সঙ্গ গ্রহণ করেছে : দুনিয়াতে যারা অসৎ লোককে বন্ধু বানিয়েছে এবং তাদের কারণে সেসব মানুষ বিপথগামী হয়েছে, সেদিন এর কারণে সে আফসোস করবে।হাশরের দিনকে বলা হয় পরিতাপের দিবস।
এদিন মুমিন-কাফির উভয়েরই অনেক আফসোস থেকে যাবে। মুমিনরা যেসব কারণে আফসোস করবে- নেতৃত্বের কারণে আফসোস: যারা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লোভ করে। এবং দায়িত্ব আসার পর যথাযথ দায়িত্ব আদায় না করে। (নাসাঈ, হাদিস : ৪২১১)। লোক দেখানো আমল (সুরা জুমার, আয়াত: ৪৭)।
আল্লাহ ও তাঁর রাসুলের (স) জিকিরবিহীন মজলিসের আফসোস (তিরমিজি, হাদিস: ৩৩৮০)। সুরা বাকারা না পড়া (মুসলিম, হাদিস : ১৭৫৯)। কাফিররা যেসব কারণে আফসোস করবে- যারা অসৎ সঙ্গ গ্রহণ করেছে: দুনিয়াতে যারা অসৎ লোককে বন্ধু বানিয়েছে এবং তাদের কারণে সেসব মানুষ বিপথগামী হয়েছে, সেদিন এর কারণে সে আফসোস করবে। (সুরা আল-ফোরকান, আয়াত : ২৮-২৯)। মাটি হয়ে যাওয়ার আশা করবে।
(সুরা নাবা, আয়াত : ৪০)। সবচেয়ে বেশি আফসোস হবে এই কারণে যে, এখানে আর কারও মৃত্যু হবে না।(বুখারি, হাদিস : ৬৫৪৮)। পথভ্রষ্ট নেতাদের অনুসরণ (সুরা আহজাব, আয়াত : ৬৭-৬৮)।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।