দশ অবতারের এক অবতার গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের আগে বুদ্ধদেবের নাম ছিল সিদ্ধার্থ বা গৌতম বা গৌতম বুদ্ধ (Gautam Buddha) ।

গৌতম বুদ্ধ ভোগবাসনা চরিতার্থ-করণ এবং তার অঞ্চলে প্রচলিত শ্রমণ আন্দোলনের আদর্শ অনুসারে কঠোর তপস্যার মধ্যে মধ্যপন্থা শিক্ষা দিয়েছিলেন। পরবর্তীকালে গৌতম বুদ্ধ (Gautam Buddha) মগধ ও কোশল সহ পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলেও শিক্ষাদান করেন।

বৌদ্ধ ধর্ম গুরু গৌতম বুদ্ধ এর একটি সংক্ষিপ্ত জীবনী । গৌতম বুদ্ধ এর জীবনী গৌতম বুদ্ধ এর আত্মজীবনী বা (গৌতম বুদ্ধ এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

গৌতম বুদ্ধের জন্ম – Gautam Buddha Birthday :
সম্ভবত খ্রিষ্টপূর্ব ৫৬৩ অব্দে হিমালয়ের তরাই অঞ্চলে কপিলাবস্তু রাজ্যের ক্ষত্রিয় অধিপতি শাক্যবংশীয় শুদ্ধোধনের পুত্র সিদ্ধার্থের জন্ম হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনী উদ্যানে ।

শিশু অবস্থায় মাতা মায়াদেবীর মৃত্যু হলে বিমাতা মহাপ্রজ্ঞাবতী গৌতমী গৌতম বুদ্ধকে (Gautam Buddha) লালন পালন করেন ।

 

গৌতম বুদ্ধ কে ছিলেন ?
গৌতম বুদ্ধ (Gautam Buddha) ছিলেন একজন সম্যাক সম্বুুদ্ধ (তপস্বী) ও জ্ঞানী, যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। গৌতম বুদ্ধ (Gautam Buddha) সিদ্ধার্থ গৌতম,

শাক্যমুনি বুদ্ধ, বা ‘বুদ্ধ’ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। অনুমান করা হয়, গৌতম বুদ্ধ (Gautam Buddha) খ্রিস্টপূর্ব ৬২৫ অব্দে এক সময়ে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন এবং শিক্ষাদান করেছিলেন।