অভয়নগর প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌরসভার অর্ন্তগত বায়তুল মামুর জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ জন শিক্ষার্থীর মধ্যে ফ্রি কুরআন প্রদান করা হয়েছে। মসজিদের মুতাওয়াল্লী ও সার্বিক তত্ববধায়ক বিমান বাহিনীর অবসরপ্রপ্ত কর্মকর্তা আলহাজ¦ শেখ রহমাতুল্লার উদ্যোগে ও মাওলানা নাসির উদ্দিনের সঞ্চলনায় এ ফ্রি কোরআন প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ প্রভাষক শাহিনুল হক তরফদার, দপ্তর সম্পাদক ডাঃ মিজানুর রহমান, সদস্য আঃ মজিদ মোড়ল, জামশেদ লস্কার, হাফেজ শফিকুল ইসলাম, নাহিদ হোসেন সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
অত্র মসজিদ কেন্দ্রিক মক্তবে কোরআনের আলোকে ছড়িয়ে দিতে ও উত্তম নৈতিকতা গঠনের লক্ষ্যে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবাদ ২৭ রমজান বাদ যোহর ২২ জন শিক্ষার্থীর মধ্যে ফ্রি কোরআন শরিফ তুলে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।