পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের নিজ কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিল শেষে প্রত্যক হুজুরদের মাঝে পবিত্র জায়নামাজ ও টুপি প্রদান করা হয় ।
গতকাল ১৮ মার্চ বাদ এশা কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও কোরআন তেলওয়াত পরিচালনা করেন দরগা মাদ্রাসা শিক্ষক আব্দুল কাইয়ুম ও ক্বারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা শরিফুল ইসলাম। এছাড়াও সে সময় মাদ্রাসার ছাত্ররাও উপস্থিত ছিলেন।
রকি কুমার ঘোষের এমন আয়োজনকে অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করছেন সুধী সমাজ। সাধুবাদ জানিয়ে অনেকে বলছেন অন্য ধর্মাবলম্বী হওয়া শর্তেও তিনি মুসলমান ধর্মকে যে সম্মান প্রদর্শন করেছেন তা সত্যি প্রসংশার দাবিদার।
কথা বললে সাবেক এই ছাত্র নেতা বলেন, আমার কাছে সকল ধর্মই সমান। সকল ধর্মই সম্মানের।
আমি প্রতিটি ধর্মের মানুষকে ভালবাসি। ধর্ম যার যার উৎসব সবার এই মতে বিশ্বাস করি। তাই আজ এই পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে ভাল লাগছে। সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পবিত্র শবে বরাতের এই রকম আয়োজনের ধারাবাহিকতা প্রতি বছর ধরে রাখতে পারি বলেও জানান তিনি।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সহ-সভাপতি মিলন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর বিদুৎ, উপ-প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সাবেক ছাত্রনেতা মুক্তাদির আলী মাসুদ, জয় সরকার, শহিদুল ইসলাম রিপন, শাকিল, বাপন, রাব্বুল, প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।