২০২২ সালে পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই। সৌদি আরব এমনটি ঘোষণা করেছে। এদিন সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
৩০ জুন জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৮ জুলাই শুক্রবার হজের মূল কার্যক্রম ‘ইয়াওমে আরাফা’ অনুষ্ঠিত হবে। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন।
এ দিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হয়। ২৯ জুন সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
সে হিসেবে আগামী ৮ জুলাই মোতাবেক ৯ জিলহজ ১৪৪৩ হিজরি শুক্রবার পবিত্র হজের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে পবিত্র ঈদুল আজহা পলিত হবে ৯ জুলাই শনিবার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।