প্রথম বারের মতো মক্কা ও মদিনার পবিত্র দুইমসজিদ পরিচালনার শীর্ষ পদে দুই জন নারী নিয়োগ পেয়েছেন। উচ্চতর ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। খবর আরব নিউজের। পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস উচ্চতর যোগ্যতাসম্পন্ন দুই জন নারীকে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্সির উপ-প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত দুই জন নারী হলেন, ড. আল আনাউদ আল আবাউদ ও ড. ফাতিমা আল রাশুদ।
এছাড়াও জেনারেল প্রেসিডেন্সির নারী সেবা বিষয়ক প্রশাসনের উপ-প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন, ড. কামিলিয়া আল দাদি। গ্রন্থাগার ও বৈজ্ঞাানিক গবেষণা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. ইবতেহাদ আল জেইদ। এছাড়াও বিজ্ঞান, বুদ্ধিবৃত্তিক ও নারী সেবা বিভাগের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নুরাহ আল থুওয়াইবি। জেনারেল প্রেসিডেন্সিতে নারী সেবা ও ক্ষমতায়ন বিভাগের উপ-সহকারি পদে নিয়োগের অংশ হিসেবে নতুন নারী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
ড. কামিলিয়া আল দাদি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামো প্রশাসনের কার্যক্রমকে আরো সফল করবে। সৌদি নেতৃবৃন্দের সহায়তায় জেনারেল প্রেসিডেন্সি নারীদের কর্মক্ষেত্রে সত্যিকার অগ্রগতি নিশ্চিত করবে। তাছাড়া পবিত্র দুই মসজিদ দায়িত্ব পালনের পক্রিয়া আরো বাড়িয়ে দেয়। কারণ সম্মানিত স্থানে লক্ষাধিক মুসলিমের সেবা করার আশা সবাই লালন করে।
জেনারেল প্রেসিডেন্সির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-প্রধান আবদুল হামিদ আল মালিকি বলেন, পরিচালনা পর্ষদের নতুন কাঠামোতে প্রধানত চারটি বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। শায়খ আবদুর রহমান আল সুদাইস গত এক লক্ষাধিক যাবত এসব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন। এর প্রথমটি হলো, প্রতিষ্ঠানের অধিকাংশ ক্ষেত্রে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রিধারী তরুণ নেতৃবৃন্দকে নিয়োগদান। দ্বিতীয়টি হলো, পরিচালনা প্রতিষ্ঠানে নারীদের ক্ষমতায়ন। এরপর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার এবং অনুবাদ কার্যক্রম বাস্তবায়ন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।