কলাপাড়ায় ভারতের ক্ষমাতাসীন দল বিজেপির মিডিয়া মূখপাএ নুপুর শর্মা ও দিল্লি শাখার মিডিয়া সেল নবীন কুমার জিন্দাল কতৃক হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭জুন) আসর নামায শেষে রজপাড়া বাস স্ট্যান্ডে রজপাড়া হাজার হাজার ধর্মপ্রান মুসল্লিগন ও বিভিন্ন মাদ্রাসা-মসজিদের ছাএরা আংশগ্রহন করেন।
বিক্ষোভ প্রতিবাদে মাওলানা মোঃ ইয়াছির মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দলোন বাংলাদেশ টিয়াখালী শাখার সভাপতি মোঃজসিম উদ্দিন বশার, ইসলামী আন্দোলন টিয়াখালী শাখার সহ-সভাপতি আবু হানিফ-রেজা, মাওলানা বনি আমিন প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা সিদ্দিকী (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেই সাথে ভারতীয় সকল পন্য বর্জন করার আহবান জানান। পরে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।