ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয় নামাজ সব অশ্লীল ও পাপ কাজ থেকে বিরত রাখে।’ (সূরা আনকাবুত, আয়াত-৪৫) হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রহ.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রসুল (সা.)কে জিজ্ঞাসা করলেন, কোন আমল আল্লাহতায়ালার কাছে সবচেয়ে বেশি প্রিয়?

রসুল (সা.) বললেন, ‘নামাজ’। (বুখারি শরিফ, হাদিস নং-৫২৬ ও নাসায়ি শরিফ, হাদিস নং-৬১১) আল্লামা মোল্লা আলী কারী (রহ.) বলেন, আলেমগণের মতে, এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, ‘ইমানের পরে নামাজই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কারণ এই নামাজই মানুষকে সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে।’ হাদিসে আছে, রসুল (সা.) একবার শীতকালে বাইরে গেলেন। তখন গাছ থেকে পাতা ঝরার সময় ছিল।

রসুল (সা.) গাছের একটি ডাল ধরে নাড়া দিলেন। গাছের পাতাগুলো ঝরে পড়ল। তখন তিনি বললেন, হে আবু যর! আবু যর (রহ.) বলেন, আমি হাজির হে আল্লাহর রসুল! তখন রসুল (সা.) বললেন, মুসলমান বান্দা যখন আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, তখন তার গুনাহগুলো এমনিভাবে ঝরে পড়ে, যেমন এই গাছের পাতা ঝরে পড়ল। (মুসনাদে আহমাদ, হাদিস নং-২১৫৯৬)।