সরকারী নির্দেশনা অনুযায়ী সাস্থ্যবিধি মেনে মনিরামপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
যশোরের মনিরামপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিজয়রামপুর মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মহল্লার মুসল্লিরা।
নামাজের আগে পবিত্র ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতী আমীন বিন মামুন ঈদের নামাজের ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ মামুনুর রশিদ ইমাম ও খতিব অত্র মসজিদ ।
এছাড়াও উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামীম সাংবাদিক আবদুল্লাহ আল মামুন সহ মহল্লার মুসল্লি কমিটির সদস্য বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।