রংপুর (গংগাচড়া) প্রতিনিধিঃ রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ বটতলা যুব সমাজের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজা উদযাপন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
এই উৎসব ২৪ অক্টোবর সোমবার (অষ্টমী) ও ২৫ অক্টোবর মঙ্গলবার (নবমী) এবং২৬ অক্টোবর বুধবার (দশমীর) মধ্য দিয়ে তিনদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ ভাবে উৎসবটি পালন করেন।
এছাড়াও এই পুজা সম্পর্কে সনাতন ধর্মাবলম্বীদের জিজ্ঞাসা করলে তারা বলেন, _চৌদ্দ বছর বনবাসান্তে ভগবান রামচন্দ্র ও ভ্রাতা লক্ষণ, রাবণকে বিজয়াদশমী দিনে বধ করেন। আর এই দীপাবলি তিথিতে অযোধ্যায় প্রত্যার্বতন করেন।
অযোধ্যাবাসীগণ ভগবান রামচন্দ্রের প্রত্যার্বতনে যেন প্রাণ ফিরে পেলেন।
তাই ভগবদ্বিরহ অমানিশার ঘোর কালিমা অমাবস্যা রাতে প্রদীপ প্রজ্জলন করে অন্ধকার ঘুচিয়ে আলো করে তাঁরা আনন্দে আত্মহারা হয়ে, গৃহচূড়ায়-বাতায়নে-মাঠে-ঘাটে নগরীর প্রাসাদে দীপমালিকা প্রজ্জ্বলন করে তাঁদের প্রভুকে বরণ করেছিলেন।
সেই উৎসব স্মরণেই দীপাবলি উৎসব পালিত হয়।
এই দিনই ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা সংঘটিত হয়।
এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রী প্রমোদ চন্দ্র রায়, সহকারী শিক্ষক, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রবীন্দ্রনাথ সরকার (রিপন), সভাপতি,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা, শ্রী পলাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা,শ্রী বিদ্যুৎ চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট রংপুর জেলা শাখা। আরো উপস্থিত ছিলেন কোলকোন্দ বটতলা যুব সমাজের সভাপতি মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট রংপুর জেলা শাখার উদ্যোগে বুধবার রাতে আরতি ও গীতা পাঠ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরণ করেন। শেষে সকলে বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।