মোঃ ফারুক হোসেন, নওগাঁ: আসন্ন শারদীয় দুর্গাপুজা যথাযথভাবে উদযাপনের লক্ষে নওগাঁর পোরশায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
তার বক্তব্যে খাদ্যমন্ত্রী আসন্ন দূর্গাপুজায় সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বলেন। তিনি পূজায় মাদকের ব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।
ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জুয় কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।