ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার উত্তর পালিগাঁও গ্রামে উত্তর পাড়া কালী মন্দিরে ৩দিন ব্যাপী কালীপুজা অনুষ্ঠিত হয়।

সরজমিনে দেখা যায় পীরগঞ্জ উপজেলার উত্তর পালিগাঁও গ্রামে গত ২৪শে অক্টোবর হত ২৫/২৬শে অক্টোবর ২০২২ তারিখে কালীপূজা অনুষ্ঠিত হয়। উক্ত কালী পুজায় বিভিন্ন এলাকার পুজার্থী,দর্শনার্থী,ভক্তবৃন্দ উপস্থিত হয়ে পুজার্চনা করেন।

প্রকাশ থাকে যে কালীমন্দিরের জমি দীর্ঘ দিন থেকে ঐ এলাকার কিছু প্রভাবশালী লোক জবর দখল করে ভোগদখলে আছেন।মন্দিরের দেবোত্তর সম্পত্তি জবর দখল থাকায় অত্র মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষজন ঠিক ভাবে পুজা পার্বন করতে পারছে না।

উক্ত মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন ঠিক ভাবে পুজা করতে পারে সেজন্য জবর দখলকৃত দেবত্তোর সম্পত্তি উদ্ধারে সকল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মন্দির কতৃপক্ষ।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিক কে জানান আমাদের কালী মন্দিরের জমি অবৈধ ভাবে জবর দখল হওয়ায় আমরা ঠিক মত পুজো করতে পারছি না অল্প জায়গার মধ্যে পুজো করতে অনেক সমস্যায় ভোগছি।