আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য খানসামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল চারটায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবীরের সঞ্চলনায় আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া উপজেলার ১৪৭ টি মন্ডপে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীমান দাস, খানসামা থানার ওসি (তদন্ত) মোঃ তাওহীদুল ইসলাম,আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান খলিল,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্,খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, ভাবকি ইউপি চেয়া কোনরম্যান রবিউল আলম তুহিন ও গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ আনসার ভিডিপির সদস্যগন।

এর আগে গতকাল সোমবার বিকেলে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব-২০২২ উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন খানসামা থানা পুলিশ।

এতে থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল অফিসার খোদাদাদ সুমন এবং এসআই ফরহাদ হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্যে রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীমান দাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু জিতেন্দ্রনাথ রায়, আহ্বায়ক বিভূতি সাহা শিবুসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ।

সে সময় বক্তারা বলেন, পুজোয় যেন ডিজে গান না বাজানো হয়। উচ্চ স্বরে শব্দ দূষণে ক্ষতি সকলেরই। আমরা ঐক্যবদ্ধভাবে পূজা উদযাপন করব বলে আশা করছি। আমরা মনে করি সম্প্রতির সহিত পূজা শেষ করব।