করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে কাবা প্রাঙ্গণে নামাজ ও অন্যান্য অনুষ্ঠানিকতা চলছে। মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করছেন সব মুসল্লি। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও ওমরাযাত্রীদের জন্য বেঁধে দেওয়া হয় নানা বিধি-নিষেধ। এ ছাড়া জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ১০ বার ধোয়া হয় মসজিদ প্রাঙ্গণ। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে জুমার নামাজ। পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজ পড়িয়েছেন শায়খ ড. সালিহ বিন হুমাইদ।
আর পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ পড়িয়েছেন শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম। করোনা সংক্রমণের হার বেড়ে চলছে সৌদি আরবে। গত ৩০ ডিসেম্বর থেকে পবিত্র কাবা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে পথনির্দেশক স্টিকার লাগানো হয়।
সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, হাত ধৌত করা, জায়নামাজ নেওয়াসহ সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ অনুসরণ বাধ্যতামূলক করা হয়। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি ও ওমরাযাত্রীদের জন্য বেঁধে দেওয়া হয় নানা নিয়ম। এ ছাড়া জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ১০ বার ধোয়া হয় মসজিদ প্রাঙ্গণ।
রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।