বছরের প্রতিদিন মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে নামাজের অনুমোদন পেয়েছেন ৭১ হাজার এবং ওমরাহ পালন করেছেন ৬৪ হাজার মুসল্লি। প্রতিদিন গ্র্যান্ড মসজিদে এসেছেন এক লাখ ৩৫ হাজার মুসল্লি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি গেজেটের খবরে জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) পবিত্র এ মসজিদে ওমরাহ ও নামাজের জন্য অনুমোদন পেয়েছেন এ লাখ ১৪ হাজার ২৯ জন মুসল্লি। এদের মধ্যে নামাজের জন্য অনুমোদন পেয়েছেন ৬৫ হাজার এবং ওমরার অনুমোদন পেয়েছেন ৩৬ হাজার।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানা যায়, পবিত্র মসজিদে নববিতে নামাজ ও জিয়ারতের জন্য অনুমোদন পেয়েছেন ১৫ হাজারের বেশি মুসল্লি। এদের মধ্যে রওজা শরিফ জিয়ারতে অনুমোদন পেয়েছেন সাত হাজার এবং নামাজ আদায়ে অনুমোদন পেয়েছেন ৮ হাজার মুসল্লি। গড় হিসাবে প্রতিদিন অনুমোদন পেয়েছেন ৯ হাজার মুসল্লি।

১৪৪৩ হিজরি শুরুর পর গত ছয় মাসে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে মোট ওমরাহ ও নামাজ আদায়ে মোট অনুমোদন পেয়েছেন ২০ মিলিয়ন মুসল্লি। এছাড়া পবিত্র মসজিদে নববিতে নামাজ ও জিয়ারতের অনুমোদন পেয়েছেন ২ দশমিক ৫ মিলিয়ন মুসল্লি।

সূত্র : সৌদি গেজেট